নিউট্রন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিউট্রন হলো একটি বিদ্যুৎ নিরপেক্ষ হ্যাড্রন যা পারমাণবিক নিউক্লিয়াস'র মধ্যে স্থিতিশীল হলেও পারমাণবিক নিউক্লিয়াস'র বাইরে এর গড়ায়ু ১২ মিনিট। এটি ভেঙ্গে গিয়ে একটি প্রোটন, একটি ইলেকট্রন ও একটি এন্টিনিউট্রিনো উৎপন্ন করে। এর নিশ্চল ভর হলো ১.৬৭৪৯২ X ১০-২৭ কিলোগ্রাম, যা প্রোটনের(১.৬৭২৬১৪ X ১০-২৭ কিলোগ্রাম) থেকে সামান্য বেশী। সাধারন হাইড্রোজেন ছাড়া আর সব পারমাণবিক নিউক্লিয়াসে নিউট্রন বিদ্যমান। জেমস্ চ্যাডউইক(১৮৯১-১৯৭৪) ১৯৩২ সালে সর্বপ্রথম এটির উল্লেখ করেন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।