আলাপ:পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Einstein got Nobel Prize because of discovering Photoelectric effect, not because of relativity. --সপ্তর্ষি ১৩:৫৯, ১৪ জুন ২০০৬ (UTC)
[সম্পাদনা] প্রতিবর্ণীকরণ
নোবেল পুরস্কারপ্রাপ্ত সকলের জীবনী লেখার কাজ শুরু করবো। প্রথমেই পদার্থবিজ্ঞানে নোবেল পুনস্কার দিয়ে শুরু করছি। কিন্তু সমস্যা হল প্রতিবর্ণীকরণ। সবচেয়ে ভালো হয় যদি এই তালিকায় সকল প্রতিবর্ণীকরণ সঠিকভাবে সম্পন্ন করা যায়। তাহলে নাম নিয়ে কোন দ্ব্যর্থতা আর থাকবেনা। আর নিবন্ধ তৈরিও এখান থেকেই করা যাবে। তাই সবাই বিশেষ করে ব্যবহারকারী:অর্ণব; দয়া করে এই নিবন্ধের সকল প্রতিবর্ণীঈকরণ আবার চেক করুন। যেখানে ভুল আছে আমাকে ধরিয়ে দিন। তাহলে আমরা এগোতে পারবো। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারপ্রাপ্ত সকলের নাম সংক্রান্ত জটিলতা নিয়ে এই পৃষ্ঠায়ই আলোচনা করা যেতে পারে। পারলে নোবেল পুরস্কারের সবগুলো তালিকা বিনির্মাণের কাজই শুরু করে দিন। বিনির্মাণ বলতে শুধু চেক করা। আমার বেশ কিছু ভুল হয়ে থাকবে। দ্রুত মন্তব্য দিন। -- মুহাম্মদ ০৭:০২, ১৭ মার্চ ২০০৭ (UTC)