প্যানাসনিক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাপানি ইলেকট্রনিকস পন্য উৎপাদন কারি কোম্পানি মাতসুসিতা ইলেকট্রিক কোম্পানি লি: এর ব্রান্ড নেম। ১৯১৮ সনে প্রতিষ্ঠিত এই কোম্পানি তার প্যানাসনিক নাম প্রথম গ্রহন করে, ১৯৫৫ সালে একটি অডিও স্পিকারের মাধ্যমে। এই কোম্পানি ১৯২৭ থেকে তার পন্য ন্যাশনাল নামে উৎপাদন করে আসছিল, এবং ১৯৮৬ সনে তারা জাপানে ও তাদের পন্য প্যানাসনিক নামে বাজারজাত করতে শুরু করে। এদের পন্য এতটাই জনপ্রিয় ছিল যে ৮০, ৯০ দশকে ন্যাশনাল নামে অসংখ্য নকল পন্য বাজারে পাওয়া যাচ্ছিল এবং এখন ও যাচ্ছে।