আলাপ:প্রমিথিউস (দেবতা)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রমিথিউস কে দ্ব্যর্থতা নিরসন পৃষ্ঠায় না দিয়ে সরাসরি প্রমিথিউস (দেবতা) তে নির্দেশ করার কারণ প্রমিথিউস নামটি শুধুমাত্র গ্রীক পুরাণের টাইটানকেই নির্দেশ করে। এমনকি ব্যান্ড দল প্রমিথিউসের নামও এই গ্রীক পুরান চরিত্র অনুসারে দেয়া হয়েছে। --রাজিবুল ০৮:৩৮, ২৯ জুলাই ২০০৬ (UTC)
- আমি একমত। অন্যান্য স্থানে, যেমন ইংরেজি উইকিতেও প্রধান নামকে সরাসরি লিঙ্ক করে দ্ব্যর্থতা নিরসনের আলাদা পৃষ্ঠা এভাবে তৈরী করা হয়। তবে খেয়াল রাখতে হবে, প্রমিথিউস শিরোনামের সব নিবন্ধ হতেই কিন্তু দ্ব্যর্থতা নিরসনের পাতার লিঙ্ক থাকতে হবে। --রাগিব (আলাপ | অবদান) ০৮:৪৩, ২৯ জুলাই ২০০৬ (UTC)
-
- প্রমিথিউস সম্ভবত দেবতা ছিলেন না। তিনি গ্রীক পুরাণের এক টাইটান, যারা দেবতাদের পূর্বে স্বর্গ ও মর্ত্যের অধীশ্বর ছিলেন (গ্রীক পুরাণ অনুসারে) এবং দেবতাদের সাথে যুদ্ধে পরাজিত হয়ে নির্বাসিত হয়। তাই অনুগ্রহ করে প্রমিথিউস (দেবতা) কে প্রমিথিউস এ সরিয়ে প্রমিথিউস (দেবতা)মুছে ফেলার জন্য প্রশাসকদের অনুরোধ করছি।--রাজিবুল ১২:৫৫, ২৯ জুলাই ২০০৬ (UTC)