প্রতিবন্ধী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সূচিপত্র |
[সম্পাদনা] প্রতিবন্ধি কারা
বয়স, লিঙ্গ, জাতি,সংস্কৃতি বা সামাজিক অবস্থান অনুযায়ী আর দশজন যে কাজগুলো করতে পারে ইমপেয়ারমেন্টের কারণে সে কাজগুলো প্রাত্যাহিক জীবনে করতে না পারার অবস্থাটাই হল ডিসএবালিটি বা প্রতিবন্ধিতা৷ ইমপেয়ারমেন্ট হল দেহের কোন অংশ বা তন্ত্র যদি আংশিক বা সম্পূণভাবে, ক্ষনস্থায়ী বা চিরস্থায়ী ভাবে তার স্বাভাবিক কার্যক্ষমতা হারায় সে অবস্থাটিকেই বোঝায় ৷
[সম্পাদনা] প্রতিবন্ধিতার প্রকারভেদ
প্রতিবন্ধিতার প্রকারভেদ বিভিন্ন ভিত্তিতে করা হয়ে থাকে ৷ যেমন :
[সম্পাদনা] কখন শুরু হয়েছে তার ভিত্তিতে
- প্রাথমিক প্রতিবন্ধিতাঃ বিভিন্ন ধরনের প্রতিবন্ধীত্ব নিয়ে জণ্মগ্রহন করলে তাকে প্রাথমিক প্রতিবন্ধীতা বলা হয় ৷
- পরবতী বা অর্জিত প্রতিবন্ধিতাঃ জণ্মের পরে বিভিন্ন কারনে প্রতিবন্ধিত্ব বরন করে থাকলে থাকে পরবতীᐂ বা অর্জিত প্রতিবন্ধিতা বলা হয় ৷
[সম্পাদনা] কোন অঙ্গ আক্রান্ত হয়েছে তার ভিত্তিতে
- শারীরিক প্রতিবন্ধি
- দৃষ্টি প্রতিবন্ধি
- শ্রবন প্রতিবন্ধি
- বাক প্রতিবন্ধি
- বুদ্ধি প্রতিবন্ধি
- বহুবিধ প্রতিবন্ধি
[সম্পাদনা] মাত্রা অনুযায়ী
- মৃদু
- মাঝারি
- তীব্র
- চরম
[সম্পাদনা] প্রতিবন্ধিতার কারণ
বেশীর ভাগ প্রতিবন্ধতার কারণ আমাদের জানা নেই ৷ কিন্তু যেগুলো সম্বন্ধে জানা যায়, তা কয়েকটি শ্রেনীতে ভাগ করা যায়৷ যা নীচে উল্লেখ করা হলো ঃ
[সম্পাদনা] সাধারন কারণ সমূহঃ
বংশানুক্রমিক
- রক্তের সম্পর্ক রয়েছে এমন কোন কোন আত্মীয়ের সাথে বৈবাহিক সম্পর্ক (সন্তানদের মধ্যে)
দূর্ঘটনা
- উচ্চ মাত্রার জ্বর
বিষক্রিয়া
- মস্তিষ্কের কিছু কিছু ইনফেকশন বা অসুখ বা টিউমার
পুষ্টি অভাব, ভিটামিনের অভাব, আয়োডিনের অভাব ইত্যাদি
[সম্পাদনা] জণ্ম-সম্পর্কিত কারণ সমূহঃ
[সম্পাদনা] জণ্মের পূর্বেঃ
- মায়ের বয়স যদি ১৬ বছরের নীচে অথবা ৩০ বছরের উপরে হয়।
- গর্ভাবস্থায় মায়ের পুষ্টির অভাব
- গর্ভাবস্থায় প্রথম তিন মাসের মধ্যে যদি মা কোনরকম কড়া ঔষধ গ্রহন করে থাকে অথবা কীটনাশক, রাসায়নিক, রশ্মি, বিষক্রিয়া গ্রহন করে থাকে ৷
- গর্ভাবস্থায় যদি মায়ের বিশেষ হাম হয়৷ এটি সাধারনত প্রভাব বিস্তার করে থাকে ইন্দ্রিয়স্থান (শ্রবন এবং দৃষ্টি প্রতিবন্ধিদের ক্ষেত্রে), মস্তিস্কের সেরেব্রাল পালসি অথবা মানসিক প্রতিবন্ধিত্ব অথবা শরীরের অভ্যন্তরের বাহুতেও প্রভাব বিস্তার করতে পারে৷
- গর্ভধারনকারী মায়ের যদি হৃদযন্ত্র সংক্রান্ত জটিলতা বা ডায়াবেটিস থাকে৷
- গভাধারনকারী মায়ের যদি বিভিন্ন অভ্যাস থাকে৷ যেমন- মদ পান, ধুমপান করা, তামাক ব্যবহার করা ইত্যাদি৷
[সম্পাদনা] জণ্মের সময়ঃ
- অপরিপক্কতা
- প্রসবের সময় অব্যবস্থাপনা (সাধারনত অপ্রশিক্ষিত কোন কমীর দ্বারা)
- প্রসবের সময় সঠিক ভাবে যন্ত্রপাতি ব্যবহার না করা হলে ৷
- মাথায় আঘাত
- প্রয়োজনীয় অক্সিজেনের অভাব
[সম্পাদনা] জণ্মের পরেঃ
- মাথায় আঘাত প্রাপ্ত হলে
- প্রয়োজনীয় অক্সিজেনের অভাব
- দূর্ঘটনা
- উচ্চ মাত্রার জ্বর
- বিষক্রিয়া
- মস্তিষ্কেও কিছু কিছু ইনফেকশন, রোগ এবং টিউমার
সাধারনত উপরোক্ত কারণে এইসব প্রতিবন্ধী ছেলে মেয়ে হয়ে থাকে ৷