ফুসফুস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্থলচর মেরুদণ্ডী প্রাণিদের প্রধান শ্বাসযন্ত্র হল একজোড়া ফুসফুস। ফুসফুসের মধ্যে বায়ু সঞ্চালন করার জন্যে স্থলচর মেরুদন্ডীদের বক্ষপিঞ্জর বিশেষ ভাবে বিবর্তিত, যাতে বক্ষ সঙ্কুচিত ও প্রসারিত হতে পারে। উন্নত মেরুদন্ডিদের ফুসফুসের তলায় সঙ্কোচন-ক্ষম মধ্যচ্ছদা থাকে।