বল্লাল সেন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বল্লাল সেন ছিলেন বাংলার সেন রাজবংশের তৃতীয় শাসক। তিনি সম্ভবত রাজা গোবিন্দ পাল-কে পরাজিত করে গৌড় অধিকার করেন। ১১৬৮ খ্রীষ্টাব্দের মধ্যে তিনি সারা বাংলায় সেন সাম্রাজ্যের বিস্তার করেন। বল্লাল সেনকে কুলীন প্রথার প্রবর্তক বলে অনেকে মনে করেন।