বাঘা যতীন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাঘা যতীন, যাঁর পুরো নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (জন্ম ডিসেম্বর ৭, ১৮৭৯- মৃত্যু সেপ্টেম্বর ১০, ১৯১৫), একজন বাঙালি বিপ্লবী। ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি বাংলায় যুগান্তর দলের প্রধান নেতা ছিলেন, এবং জার্মানদের সহায়তায় ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর প্রচেষ্টায় জড়িত ছিলেন। সশস্ত্র সংগ্রামের এক পর্যায়ে সম্মুখ যুদ্ধে বিহারের বালাসোরে তিনি আহত হন, এবং বালাসোর হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বাঘা যতীনের জন্ম হয় কুষ্টিয়া জেলার কয়াগ্রাম নামের গ্রামে। তাঁর পিতার নাম উমেশচন্দ্র মুখোপাধ্যায়, এবং মাতার নাম শরৎশশী। ঝিনাইদহ জেলায় পৈত্রিক বাড়িতে তাঁর ছেলেবেলা কাটে। যতীনের ৫ বছর বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। মা এবং বড় বোন বিনোদবালার সাথে তিনি মাতামহের বাড়ি কয়াগ্রামে চলে যান। যতীন শৈশব থেকেই শারীরিক শক্তির জন্য বিখ্যাত ছিলেন। শুধুমাত্র একটি ছুরি নিয়ে তিনি একাই একটি বাঘকে হত্যা করতে সক্ষম হন বলে তাঁর নাম রটে যায় বাঘা যতীন। ১৮৯৫ সালে এন্ট্রান্স পাস করে তিনি কলকাতা সেন্ট্রাল কলেজ (বর্তমানের ক্ষুদিরাম কলেজ) এ ভর্তি হন।