বোসন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বোসন হলো পূর্ণসংখ্যক স্পিনবিশিষ্ট একটি মৌলিক কণিকা। এই কণিকা বোস-আইনস্টাইন পরিসংখ্যান মেনে চলে । প্রখ্যাত বাঙালি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী সত্যেন বোসের (বোস-আইনস্টাইন পরিসংখ্যানের বোস) নামানুসারে এই কণিকার নামকরণ করা হয়েছে।
এক শক্তিস্তরে অনেকগুলি বোসন একসঙ্গে থাকতে পারে, যা পলির নীতি মেনে চলা ফার্মিয়নদের পক্ষে সম্ভব নয়।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।