ভিট্রেয়াস হিউমার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভিট্রেয়াস হিউমার (ইংরেজি ভাষায়: Vitreous humour বা Vitreous humor) বা কাচীয় রস হল মেরুদণ্ডী প্রাণীর চক্ষুগোলকের অক্ষিপট বা রেটিনা (Retina) এবং পরকলা বা লেন্সের (Lens) মধ্যবর্তী স্থান পূরণকারী স্বচ্ছ জলীয় রস। এর ৯৯% পানি, কিন্তু এর জেলিসদৃশ সান্দ্রতা (viscosity) পানির সান্দ্রতার প্রায় চার থেকে পাঁচ গুণ বেশি। পানি ছাড়াও এতে লবন, চিনি, ফ্যাগোসাইট ও কোলাজেন তন্তু বিদ্যমান। ফ্যাগোসাইট কোষগুলো দৃষ্টিক্ষেত্র (visual field) থেকে অবাঞ্ছিত দ্রব্য সরিয়ে নিয়ে যায়। ভিট্রেয়াস হিউমারের মূল কাজ চোখের ছয় ভাগের পাঁচ ভাগ স্থান দখল করে চোখের বাকি অংশগুলোর জন্য একটি কাঠামো তৈরি করা, এবং রেটিনাতে আলো যাতে সহজে বাধাহীনভাবে পৌছতে পারে, তা নিশ্চিত করা।
ইন্দ্রিয় তন্ত্র - দর্শনেন্দ্রিয় - চোখ - সম্পাদনা |
---|
চক্ষুগোলকের আবরক: কনজাংটিভা | স্ক্লেরা | কর্নিয়া | শ্লেমের নালিকা | ট্রাবেকিউলার মেশওয়ার্ক
ইউভেয়া: কোরয়েড | আইরিস | পিউপিল | সিলিয়ারি বডি রেটিনা : ম্যাকুলা | ফোভিয়া | অন্ধবিন্দু সম্মুখ অংশ (সম্মুখ প্রকোষ্ঠ, অ্যাকুয়াস হিউমার, পশ্চাৎ প্রকোষ্ঠ, লেন্স) | পশ্চাৎ অংশ (ভিট্রেয়াস হিউমার) |