ভিভ রিচার্ডস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্যার আইজ্যাক ভিভিয়ান আলেক্সান্ডার (ভিভ) রিচার্ডস ওয়েষ্ট ইন্ডিজ (WI) |
|||
![]() |
|||
ব্যাটিং এর ধরন | ডান হাতি ব্যাট (RHB) | ||
বোলিং এর ধরন | ডান হাতি slow | ||
টেষ্ট ক্রিকেট | একদিনের আন্তর্জাতিক | ||
ম্যাচ | ১২১ | ১৮৭ | |
রান | ৮,৫৪০ | ৬,৭২১ | |
ব্যাটিং গড় | ৫০.২৩ | ৪৭.০০ | |
১০০/৫০ | ২৪/৪৫ | ১১/৪৫ | |
সবচেয়ে বেশি রান | ২৯১ | ১৮৯* | |
ওভার | ৮৬২.৪ | ৯৪০.৪ | |
উইকেট | ৩২ | ১১৮ | |
বোলিং গড় | ৬১.৩৭ | ৩৫.৮৩ | |
৫ উইকেট প্রতি ইনিংস | ০ | ২ | |
১০ উইকেট প্রতি ম্যাচ | ০ | নেই | |
সবচেয়ে ভাল বোলিং | ২/১৭ | ৬/৪১ | |
ক্যাচ/স্টাম্পিং | ১২২ | ১০০ | |
ভিভ রিচার্ডস ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়। সর্বকালের সেরা ব্যাটস্ম্যানদের অন্যতম বলে তিনি স্বীকৃত। তার আমলে ত্রাস সৃষ্টিকারী ব্যাটস্ম্যান ছিলেন। ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫৬ বলে শত রান করেন যেটি আজো টেস্ট ক্রিকেটে বিশ্ব রেকর্ড।