মাটির ময়না (চলচ্চিত্র)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাটির ময়না (The Clay bird) তারেক মাসুদ পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। ছবিটি ২০০২ সালে মুক্তি পায়।
সূচিপত্র |
[সম্পাদনা] কাহিনী
ষাটের দশকের উত্তাল সময়ের প্রেক্ষাপট হতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঠিক আগের সময়ের একটি পরিবার কিভাবে যুদ্ধ ও ধর্মের কারণে । এঙে চুরমার হয়ে যায় তার গল্প নিয়ে তৈরী এ চলচ্চিত্র। পরিচালকের নিজের ছোটবেলার কাহিনীর জীবনের উপর ভিত্তি করে এ ছবির কাহিনী গড়ে উঠেছে। অত্যন্ত ধার্মিক বাবা কাজী সাহেব তাঁর ছোট্ট ছেলে আনুকে পড়াশোনার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দেন। দেশের রাজনীতিতে পরিবর্তনের পাশাপাশি আনুর মাদ্রাসাতেও চরম ও মধ্যপন্থী মতবাদের বিকাশ ঘটতে থাকে। বিভক্তির এই একই চিত্র দেখা যায় গোঁড়া ধার্মিক কাজী ও তাঁর স্বাধীনচেতা স্ত্রী আয়েশার মধ্যে । ধর্মীয় উদারতা, সাংস্কৃতিক বৈচিত্র এবং ইসলামের দুর্বোধ্যতা এ সব কিছু মিলিয়ে মাটির ময়না জাগতিক দ্বন্দ্বের একটি দৃশ্যমান প্রতিকৃতি।
[সম্পাদনা] চরিত্রায়নে
- আনু - নুরুল ইসলাম বাবলু
- রোকন - রাসেল ফরাজী
- কাজী - জয়ন্ত চট্টোপাধ্যায়
- আয়েশা - রোকেয়া প্রাচী
- মিলন - শোয়েব ইসলাম
- আসমা - লামিসা আর. রিমঝিম
- ইবরাহিম - মঈন আহমেদ
- হেডমাষ্টার - মোঃ মোসলেমউদ্দিন
- করিম মাঝি - শাহ্ আলম দেওয়ান
- হালিম মিয়া - আবদুল করিম
[সম্পাদনা] কলা কুশলী
- পরিচালনা - তারেক মাসুদ
- প্রযোজনা - ক্যাথরিন মাসুদ
- চিত্রনাট্য - তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ
- প্রধান সিনেমাটোগ্রাফী - সুধীর পালসনে
- অতিরিক্ত সিনেমাটোগ্রাফী - মাকসুদুল বারী, রঞ্জন পালিত
- সম্পাদনা - ক্যাথরিন মাসুদ
- শব্দ গ্রহণ - ইন্দ্রজিত নিয়োগী
- শিল্প নির্দেশনা - কাজী রকিব, সিলভেইন নাহমিয়াস, তরুন ঘোষ
- সঙ্গীত পরিচালক - মৌসুমী ভৌমিক
- শব্দ সংযোগ - রতন পাল
[সম্পাদনা] সম্মাননা ও পুরস্কার
- ফিপরেস্কি ইন্টারন্যাশনাল ক্রিটিকস্ এওয়ার্ড, কান ফিল্ম ফেস্টিভ্যাল, ২০০২;
- সেরা চলচ্চিত্র ও ২ টি অন্য পুরস্কার, কারাফিল্ম ফেস্টিভ্যাল, পাকিস্তান ২০০৩;
- সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালক, চ্যানেল আই ফিল্ম এওয়ার্ড, ২০০৩;
- সেরা চলচ্চিত্র ও ৫ টি অন্যান্য পুরস্কার, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, ২০০৩;
- বিদেশী ভাষার অস্কার পুরস্কারের জন্য বাংলাদেশের প্রথম মনোনীত চলচ্চিত্র;
- ফরাসী সরকারের সাউথ ফান্ড কর্তৃক স্ক্রিপ্ট (চিত্রনাট্য) এওয়ার্ড।
[সম্পাদনা] তথ্যসূত্রঃ
- মাটির ময়না (The Clay bird) চলচ্চিত্রের ডিভিডি কভার
- মাটির ময়না