মাশরাফি বিন মর্তুজা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাশরাফি বিন মর্তুজা (জন্ম অক্টোবর ০৫, ১৯৮৩, নড়াইল যশোর জেলা) বাংলাদেশ ক্রিকেট দলের সম্ভাবনাময় পেস বোলার । তাঁর ডাক নাম কৌশিক। তিনি একজন ডান হাতি ব্যাটসম্যান। তাঁর বোলিং এর ধরণ ডান হাতি মিডিয়াম পেস বোলার। বাংলাদেশ জাতীয় দল ছাড়াও তিনি এশিয়ান একাদশ এ খেলেছেন । তাঁর টেস্ট অভিষেকহয় ২০০১ সালে জিম্বাবুয়ে এর বিপক্ষে। আর একদিনের খেলায় অভিষেক হয় ২০০১ এ জিম্বাবুয়ে র বিপক্ষে জিম্বাবুয়ে তে।