মোবাইল ফোন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোবাইল ফোন তার বিহীন টেলিফোন বিশেষ। মোবাইল (mobile)অর্থাৎ যা স্থানান্তর যোগ্য, এই ফোন সহজে যে কোন স্থানে বহন করা এবং ব্যবহার করা যায় বলে মোবাইল ফোন নাম করন করা হয়েছে। এটি ষড় ভূজ আকৃতির ক্ষেত্র বা এক একটি সেল নিয়ে কাজ করে বলে একে সেলফোন (cell phone)ও বলা হয়।
[সম্পাদনা] উদ্ভাবক
মোটোরোলা কোম্পানিতে কর্মরত ডঃ মার্টিন কুপারকে মোবাইল ফোনের উদ্ভাবকের মর্যাদা দেয়া হয়ে থাকে। তিনি ১৯৭৩ সালের এপ্রিলে প্রথম সফল ভাবে এই ফোনের মাধ্যমে কল করতে সক্ষম হন।
[সম্পাদনা] বাংলাদেশে মোবাইল ফোন
বাংলাদেশে মোবাইল ফোন প্রথম চালু হয় ১৯৯৩ সালের এপ্রিল মাসে। Hutchison Bangladesh Telecom Limited (HBTL) ঢাকা শহরে AMPS মোবাইল প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন সেবা শুরু করে।
[সম্পাদনা] বর্তমান অবস্থা
বর্তমানে বাংলাদেশে মোট ৫টি মোবাইল ফোন কোম্পানী রয়েছে। এদের মধ্যে ৪টি জি এস এম এবং একটি সি ডি এম এ প্রযুক্তির মোবাইল সেবা দিচ্ছে। মোবাইল কোম্পানীগুলো হল:
- সিটিসেল (সিডিএমএ)
- একটেল
- গ্রামীনফোন
- বাংলালিংক (সেবাওয়ার্ল্ডকে কিনে নেয়)
- টেলিটক
সর্ব কনিষ্ট মোবাইল ফোন সেবাদাতা কোম্পানী হিসেবে যাত্রা শুরু করছে ওয়ারিদ টেলিকম। এ হিসেবে বর্তমানে মোট মোবাইল কোম্পানী হবে ৬টি। ওয়ারিদ টেলিকমও জিএসএম প্রযুক্তি ব্যবহার করবে।