রাইন নদী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাইন নদী | |
---|---|
|
|
উৎস | গ্রিসন্স, সুইজারল্যান্ড |
অববাহিকার দেশ | সুইজারল্যান্ড, ইতালি, লিখটেনস্টাইন, অস্ট্রিয়া, জার্মানি, ফ্রান্স, লুক্সেমবুর্গ, নেদারল্যান্ডস |
দৈর্ঘ্য | ১,৩২০ কিমি (৮২০ মাইল) |
উৎসের উচ্চতা | ভোর্ডারহাইন: প্রায়. ২,৬০০ মি (৮,৫০০ ফুট) হিন্টারহাইন: প্রায়. ২,৫০০ মিটার (৮,২০০ ফুট) |
গড় পানি প্রবাহ | বাসেল: 1,060 m³/s (37,440 ft³/s) স্ট্রাসবুর্গ: 1,080 m³/s (38,150 ft³/s) কোলন: 2,090 m³/s (73,820 ft³/s) নেদারল্যান্ডস সীমান্ত: 2,260 m³/s (79,823 ft³/s) |
অববাহিকার ক্ষেত্রফল | 185,000 km² (71,430 mi²) |
রাইন (ওলন্দাজ: Rijn, ফরাসি: Rhin, জার্মান:German Rhein, ইতালীয়: Reno, Romansch: Rein, ) , ইউরোপের দীর্ঘতম ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নদীসমূহের মধ্যে অন্যতম। এর দৈর্ঘ্য ১,৩২০ কিমি (৮২০ মাইল)। প্রতিসেকেন্ডে গড়ে এর মধ্য দিয়ে ২,০০০ ঘন মিটার পানি প্রবাহিত হয়। নদীটির নাম এসেছে সেল্টিক ভাশার রেনোস (Renos) শব্দ থেকে, যার আক্ষরিক অর্থ যা প্রবাহিত হচ্ছে (এই শব্দটি আবার এসেছে প্রটো-ইন্দো-ইউরোপায়ন শব্দমূল রেই (rei = প্রবাহিত হওয়া, দৌড়ানো), যার থেকে ইংরেজি Run (দৌড়ানো) শব্দটিও এসেছে)।
রাইন ও দানিউব ছিল রোম সাম্রাজ্যের উত্তর সীমানা। তখন থেকেই রাইন নদীপথ হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি সামরিক প্রতিরক্ষা, এবং স্থানীয় ও আন্তর্জাতিক সীমানা নির্ধারণেও ভূমিকা রেখেছে। এর দুপাশ জুড়ে রয়েছে বহু দূর্গ, ও প্রাচীন প্রতিরক্ষা স্থাপনা।