লম্বন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দর্শকের দুইটি ভিন্ন অবস্থানের সাথে কোন খ-বস্তু(celestial body) যে কোণ উৎপন্ন করে থাকে তাকে লম্বন বলে। এই দুই অবস্থানের একটি পৃথিবীর কেন্দ্র এবং অপরটি ভূপৃষ্ঠস্থ কোন স্থান হয়ে থাকলে ভিত্তি রেখাটি(base line) হয় পৃথিবীর ব্যাসার্ধের সমান। এই প্রকারের লম্বনকে বলা হয় আহ্নিক লম্বন। আর দুই অবস্থানের একটি পৃথিবীর কেন্দ্র এবং অপরটি সূর্যের কেন্দ্র হয়ে থাকলে ভিত্তিরেখাটি হবে পৃথিবীর কক্ষপথের গড় ব্যাসার্ধের সমান। এই দ্বিতীয় প্রকারের লম্বনকে বার্ষিক লম্বন বলা হয়।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।