শওকত ওসমান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শওকত ওসমান বাংলাদেশের একজন সব্যসাচী লেখক। নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রস-রচনা, রাজনৈতিক লেখা, শিশু-কিশোর সাহিত্য সর্বত্র তিনি অসামান্য অবদান রেখে গেছেন। মুক্তিযুদ্ধ ও ধর্মনিরপেক্ষতার পক্ষে তিনি ছিলেন এক উচচকিত কন্ঠের অধিকারী।
সূচিপত্র |
[সম্পাদনা] ব্যক্তিগত জীবন
শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। জন্ম জানুয়ারি, ১৯১৭, পশ্চিম বঙ্গের হুগলী জেলায়। পিতা শেখ মোহাম্মদ এহিয়া, মাতা গুলজান বেগম।
তিনি কলকাতার আলিয়া মাদ্রাসায় পড়ালেখা শুরু করলেও পরবর্তীতে সেন্ট জেভিয়ার্স কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করেন এবং বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন।
[সম্পাদনা] কর্ম জীবন
কলকাতা কমার্স কলেজে প্রভাষক হিসেবে কর্ম জীবন শুরু করেন এবং অনেক চড়াই উৎরাই পার হয়ে ঢাকা কলেজের সহকারী অধ্যাপক হিসেবে অবসর নেন।
[সম্পাদনা] রচনা সমগ্র
- মুক্তিযুদ্ধের উপন্যাসসমগ্র
- উপন্যাসসমগ্র ১
- উপন্যাসসমগ্র ২
- উপন্যাসসমগ্র ৩
- গল্পসমগ্র
- কিশোরসমগ্র ১
- কিশোরসমগ্র ২
[সম্পাদনা] উপন্যাস
- জননী
- ক্রীতদাসের হাসি
- কালরাত্রি খন্ডচিত্র
- রাজসাক্ষী ও জলাংগী
[সম্পাদনা] পুরস্কার
- বাংলা একাডেমী পুরস্কার
- একুশে পদক
- স্বাধীনতা পুরস্কার
- আলাওল সাহিত্য পুরস্কার
- আরও অনেক