শবর পা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চর্যাপদ গ্রন্থে শবর পার দুইটি পদ গৃহীত হয়েছে। শবর পা ছিলেন বাঙালি এবং তিনি ছিলেন ব্যাধ। ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ্র মতে শবর পা ৬৮০ থেকে ৭৩২ সালে বর্তমান ছিলেন। রাহুল সাংকৃত্যায়নের মতে শবর পা ছিলেন বিক্রমশীলা নিবাসী, কুলে ক্ষত্রিয় এবং অন্যতম সিদ্ধা। ডঃ সুকুমার সেনের মতে, লুই পার গুরু শবর পার জীবৎকাল আট শতকের প্রথমার্ধ।
সূত্রঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।