শিব
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শিব হিন্দুদের দেবতা
[সম্পাদনা] শিবের নানা নাম
- শিব, শঙ্কর, শম্ভু, হর, কেদার, কেদারনাথ, ঈশান, ত্র্যম্বক, ভব, ধূর্জটি, নিরঞ্জন, পঞ্চানন, পঞ্চানন্দ, প্রমথেশ, শর্ব
- মহাদেব, মহেশ, মহেশ্বর, দেবাদীদেব, দেবদেব, দেবেশ, আদিনাথ, বিশ্বনাথ, বিশ্বেশ্বর, সর্বেশ্বর, ভুবনেশ্বর, ভূতভাবন, বীরেশ্বর, ভদ্র, ভদ্রেশ্বর,
- যোগীন্দ্র, যোগীশ্বর, ভোলা, ভোলানাথ, ভোলেবাবা, বিভূতিভূষণ, গুড়াকেশ, ভাঙড়, অঘোর, অঘোরনাথ, আশুতোষ, সদানন্দ, ভূতনাথ
- চন্দ্রশেখর, চন্দ্রচূড়, শশীধর, শশীভূষণ, শশাঙ্ক, অর্ধেন্দুশেখর,অর্ধেন্দুমৌলি, ইন্দুভূষণ, চন্দ্রাপীড়
- ত্রিনয়ন, ত্রিলোচন, বিরূপাক্ষ, বিলোচন
- অহিভূষণ, কপোতেশ্বর, পশুপতি
- বৃষধ্বজ, বৃষবাহন
- নীলকণ্ঠ, শিতিকণ্ঠ, সিতিকন্ঠ, নীল, নীললোহিত, তারকনাথ, বৈদ্যনাথ, মৃত্যুঞ্জয়
- জটাধর, গঙ্গাধর
- কৃত্তিবাস, দিগম্বর
- পিনাকপানি, পিনাকী, ডমরুপানি, শূলপানি
- কৈলাসনাথ, গিরিশ
- সতীপতি, উমানাথ, উমাশংকর, বাম, বামদেব, গৌরীকান্ত
- অনঙ্গারি, ঊর্ধ্বরেতা, একলিঙ্গ
- কঙ্কালমালী, ভৈরব, নকুলেশ্বর, মহাকাল, রুদ্র, মহারুদ্র
- রুদ্র, নটরাজ, কলানিধি, কলাধর, কলাভৃৎ
- ত্রিপুরান্তক, ত্রিপুরারি
[সম্পাদনা] শিবের রূপ
সাধারণপঃ ধ্যানস্থ তপস্বী (তবে রুদ্ররূপে তিনি তাণ্ডব নৃত্য করেন)। মাথায় জটা যাতে গঙ্গা এসে পড়ছে এবং বাঁকা চাঁদ(অর্ধেন্দু)। কপালে তৃতীয় চোখ অর্ধনীমিলিত গলা বেষ্টন করে সাপ(অহি)। হলাহল পানে গলা নীল। পরনে ব্যাঘ্রচর্ম (কৃত্তি)। হাতে ত্রিশূল। তাঁর ধনুকের নাম পিনাক। বাদ্য ডমরু (ডুগডুগি)।। কৈলাস পর্বতে বাড়ি। পার্বতী তাঁর স্ত্রী। বাহন ষাঁড় (বৃষ)। গণ ভূতরা তাঁর সাঙ্গোপাঙ্গ যাদের নেতা গণেশ এবং প্রধান অনুচরদ্বয় নন্দী-ভৃঙ্গী।