আলাপ:সত্যেন্দ্রনাথ বসু
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
When there is a link to calcutta do you need to explain where calcutta is? — Dr.saptarshi (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- আসলে কারণটা এরকম, ইংরেজি উইকিপিডিয়ার উদাহরণ দেখুন, ওখানে কিন্তু বিভিন্ন অঞ্চল,যেমন যশোর, ঢাকা, মুন্সিগঞ্জ ইত্যাদি উল্লেখের সময় বলা হয় "in Jessore, Bengal (now part of Bangladesh)". এই ক্ষেত্রেও একই রীতি অনুসরন করা হয়েছে। সত্যেন্দ্রনাথের জন্মের সময় তো পশ্চিমবঙ্গ রাজ্য ছিলোনা, কাজেই পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা বলাটা ভূল হবে। --রাগিব ০৮:১৪, ১১ জুন ২০০৬ (UTC)