সম্ভাবনা (গণিত)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সম্ভাব্যতা শব্দটি সম্ভাবনা কথা থেকে এসেছে। একদম সাধারণ কথায়, কোন একটি ঘটনা ঘটার সম্ভাবনা পরিমাপ করাই সম্ভাব্যতা। সম্ভাব্যতার সাথে ঘটনার যোগসূত্র প্রচুর। তাই আমরা প্রথমে ঘটনা কাকে বলে তাই জানব। ঘটনা হল আমাদের চারপাশে দৃশ্যমান এমন কোন পরিস্থিতি যার ফলাফল বিদ্যমান। আর সম্ভাব্যতা হল এমন একটি গাণিতিক হিসাব যা আমাদের ঘটনা সম্পর্কে সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
সম্ভাব্যতা সম্পর্কে বিস্তারিত জানার জন্য কয়েকটি বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা দরকার। তা হল: সেট, বিন্যাস, সমাবেশ। প্রথমে আমরা জানব নমুনাক্ষেত্র কাকে বলে।
কোন ঘটনার সকল ফলাফলের সেটকে নমুনাক্ষেত্র বলে।