সরীসৃপ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মেরুদণ্ডী প্রাণীদের পুরনো শ্রেণীবিভাগের ৫টির মধ্যে দ্বিতীয় শ্রেণী। সাধারণ ভাষায় সরীসৃপ শব্দের অর্থ "যারা বুকে হেঁটে চলে"। আধুনিক শ্রেণীবিভাগে সরীসৃপ একাধিক অনাত্মীয় শ্রেণীর অবৈজ্ঞানিক একীকরণ বলে বিবেচিত। অধিকাংশ সরীসৃপের শ্রেণীর বৈজ্ঞানিক অভিধা "Sauropsida" (~সরপ্সিডা), তবে পাখীরাও এদের অন্তর্ভুক্ত।