সেপ্টেম্বর ২৯
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেপ্টেম্বর ২৯ গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭১ তম (অধিবর্ষে ২৭২ তম) দিন ।
সূচিপত্র |
[সম্পাদনা] ঘটনাবলী
[সম্পাদনা] জন্ম
- ১৫৪৭ - মিগেল দি সের্ভান্তিস, স্পেনীয় ঔপন্যাসিক।
- ১৭২৫ - রবার্ট ক্লাইভ, ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করেন।
- ১৯০১ - এনরিকো ফের্মি, ইতালীয় পদার্থবিদ।
- ১৯০৯ - কোয়ামে নক্রুমা, ঘানার রাজনীতিবিদ।
- ১৯৩৬ - সিলভিও বেরলুসকোনি, ইতালীয় প্রধানমন্ত্রী এবং ধণাঢ্য ব্যবসায়ী।