সেলিম আল দীন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেলিম আল দীন একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নাটকের আঙ্গিক ও ভাষা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। ব্যঙ্গ-বিদ্রুপাত্মক বা স্যাটায়ার-ধর্মী নাটকে তিনি বিশেষ পারদর্শিতার স্বাক্ষর রেখেছেন।
[সম্পাদনা] উল্লেখযোগ্য নাটকসমূহ
- কিত্তনখোলা
- কেরামত মঙ্গল
- শকুন্তলা
- মুন্তাসীর ফ্যান্টাসি
- হাত হদাই