স্টিফেন কোলবেয়ার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্টিভেন কোলবেয়ার (Stephen Colbert) মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জনপ্রিয় ও বিখ্যাত কমেডিয়ান। তিনি কমেডি সেন্ট্রাল কেব্ল্ টিভি চ্যানেলে দ্য কোলবেয়ার রেপোর্ (The Colbert Report) নামে একটি অনুষ্ঠানের উপস্থাপনা করে থাকেন। তার আগে তিনি বেশ কয়েক বছর জন স্টুয়ার্টের দ্য ডেইলি শো অনুষ্ঠানের প্রতিবেদক ছিলেন।
২০০৬ সালের এপ্রিলে তিনি ওয়াইট হাউজে অনুষ্ঠিত এক ভোজসভায় ব্যঙ্গাত্মক বক্তৃতা দেন। উক্ত বক্তৃতায় তিনি নিকটেই আসীন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশকে তুলোধুনো করে ছাড়েন। বক্তৃতাটি সমালোচক মহলে বেশ আলোড়ন তৈরী করে।