স্টিফেন হকিং
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক স্টিফেন উইলিয়াম হকিং |
|
জন্ম | জানুয়ারী ৮, ১৯৪৪ অক্সফোর্ড, যুক্তরাজ্য |
---|---|
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
এর্ডশ সংখ্যা | ৪ |
কর্মপ্রতিষ্ঠান | ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয় |
পঠিত বিদ্যাপীঠ | অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয় |
অধিস্নাতক পরামর্শদাতা | ডেনিস শিয়ামা |
অধিস্নাতক ছাত্রবৃন্দ | হারভি রিয়াল, টিম প্রেসটিজ, রেমন্ড ল্যাফ্লেম, জুলিয়ান লাটরেল, ব্রুস অ্যালেন |
যে জন্যে পরিচিত | কৃষ্ণবিবর, তত্ত্বীয় সৃষ্টিতত্ত্ব এবং কোয়ান্টায়িত মহাকর্ষ |
সমাজবর্গ | ফেলো, রয়্যাল সোসাইটি |
পুরস্কার | এডিংটন পদক (১৯৭৫), হিউ পদক (১৯৭৬), আলবার্ট আইনস্টাইন পদক (১৯৭৯), উলফ পুরস্কার (১৯৮৮), জুলিয়াস এডগার লিলিয়েনফেল্ড পুরস্কার (১৯৯৯), কোপলি পদক (২০০৬) |
জীবনসঙ্গী | জেন উইল্ড (প. ১৯৬৫; বি. ১৯৯০), এলেইন মেসন (প. ১৯৯৫) |
সন্তানাদি | রবার্ট (জ. ১৯৬৭), লুসি (জ. ১৯৭০), টিমোথি (জ. ১৯৭৯) |
ধর্ম | ব্যক্তিক ঈশ্বর-এ বিশ্বাস করেন না |
কোন হাতি | বাম হাতি |
ওয়েবসাইট:' স্টিফেন হকিং এর মুখ্যপাতা |
স্টিফেন উইলিয়াম হকিং (জন্ম জানুয়ারি ৮, ১৯৪২)সি.এইচ., সি.বি.ই., এফ.আর.এস., পিএইচ.ডি., কে বিশ্বের সমকালীন তাত্ত্বিক পদার্থবিদদের মধ্যে অন্যতম হিসাবে বিবেচনা করা হয়। হকিং ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ান অধ্যাপক(স্যার আইজ্যাক নিউটনও একসময় এই পদে ছিলেন) এবং ক্যামব্রীজের গনভিলি এবং কেয়াস কলেজের ফেলো হিসাবে কর্মরত আছেন। শারীরিকভাবে ভীষণরকম অচল এবং এ.এল.এসের (এমায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস বা লাউ গেহরিগ রোগ - যা একপ্রকার মোটর নিউরন রোগ) জন্য ক্রমাগতভাবে সম্পূর্ণ অথর্বতার দিকে ধাবিত হওয়া সত্ত্বেও বহু বছর যাবৎ তিনি ক্যারিয়ারকে সাফল্যমন্ডিত করে রেখেছেন এবং শিক্ষিতমহলে একজন খ্যাতিমান ব্যাক্তিত্ব হয়ে উঠেছেন।
সূচিপত্র |