অঞ্জন দত্ত
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলা গান এর জগতে অঞ্জন দত্ত একজন জনপ্রিয় শিল্পী। জীবনমুখী গান নামে বাংলা গান এর যে ধারা প্রচলিত, অঞ্জন দত্ত সেই ধারার গান লেখেন, সুর করেন এবং গেয়ে থাকেন। তাঁর ছেলেবেলা কেটেছে দার্জিলিং-এ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে মাস্টারস্ করেছেন। তাঁর গান এর সহজবোধ্যতা সবাই কে আকৃষ্ট করে। তাঁর ছেলেবেলার কথা তাঁর গান এ ভীষণভাবে ফুটে উঠেছে। তাঁর সবচাইতে জনপ্রিয় গান '2441139'। তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং চলচ্চিত্র পরিচালনাও করেছেন । তাঁর পরিচালিত একটি ছবির নাম হল দ্য বঙ কানেকশন ।
[সম্পাদনা] অঞ্জন দত্ত'র গানের এ্যালবাম
- ১. ভালবাসি তোমায়
- ২. কেউ গান গায়
- ৩. শুনতে কি চাও?
- ৪. চলো বদলাই
- ৫. হ্যালো বাংলাদেশ
- ৬. অসময়
তালিকাটি অসম্পূর্ণ
[সম্পাদনা] সমালোচনা
অনেকে মনে করেন অঞ্জন দত্ত'র বিভিন্ন গানের সুর প্রায় একইরকম, একই সুর ঘুরিয়ে ফিরিয়ে তিনি অনেক গানে ব্যবহার করেন। অনেকের মতে, তার গানের কথা খুব হাল্কা ধরনের। এছাড়া তার গানের সুরে অনেক ক্ষেত্রেই সিমন এবং গারফাঙ্কল,বব ডিলান এদের গানের সুরের অনুসরণ লক্ষ্য করা যায়।