অনুরূপা দেবী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অনুরূপা দেবী (৯ই সেপ্টেম্বর, ১৮৮২- ১৯শে এপ্রিল, ১৯৫৮) বাঙালি ঔপন্যাসিক। অনুরূপা দেবীর পিতামহ ছিলেন বিশিষ্ট লেখক ভূদেব মুখোপাধ্যায়।
[সম্পাদনা] রচিত উপন্যাস
|
|
[সম্পাদনা] সম্মাননা
- প্রথম প্রকাশিত গল্পের জন্য কুন্তলীন পুরস্কার লাভ।
- শ্রীভারতধর্ম মহামন্ডল থেকে 'ধর্মচন্দ্রিকা' উপাধি লাভ (১৯১৯)।
- শ্রীশ্রীবিশ্বমানব মহামন্ডল থেকে 'ভারতী' উপাধি লাভ (১৯২৩)।
- কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক 'জগত্তারিণী স্বর্ণপদক' লাভ (১৯৩৫)।
- 'ভুবনমোহিনী দাসী স্বর্ণপদক' লাভ (১৯৪১)।
- 'লীলা লেকচারার' পদে অধিষ্ঠিত (১৯৪৪)