অর্থনীতি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অর্থনীতি সামাজিক বিজ্ঞান এর একটি শাখা যা উত্পাদন, সরবরাহ, বিনিময় এবং ভোগ নিয়ে আলোচনা করে থাকে৷ সম্পদের সর্বোচ্চ ব্যাবহার নিশ্চিত্ করা অর্থনীতির প্রধান উদ্দেশ্য৷
আধুনিক অর্থনীতিকে দুই ভাগে ভাগ করা যায়, (১)মাইক্রো অর্থনীতি, (২)ম্যাক্রো অর্থনীতি৷ মাইক্রো অর্থনীতি মূলত মানুষ অথবা ব্যবসার চাহিদা ও যোগান নিয়ে আলোচনা করে থাকে৷ অন্যদিকে ম্যাক্রো অর্থনীতি দেশের সামগ্রিক অর্থনীতির কর্মসংস্থান মুদ্রানীতি জাতীয় আয় নিয়ে আলোচনা করে৷