অ্যাবসিসিক অ্যাসিড
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যাবসিসিক অ্যাসিড (Abscisic Acid) গাছের এক ধরনের গাছের হর্মোন যা পাতা ও ফলের ঝরে পড়ার (Abscision "অ্যাবসিসন") নিয়ন্ত্রক হিসাবে প্রথমে আবিষ্কৃত হয়। তবে এখন ঝরে পড়া ছারাও এর আরো বহু কাজ জানা গেছে, বিশেহ করে জলাভাব বা অন্য যেকোন প্রতিকুল পরিবেশে এই হর্মোন গাছের বাঁচার পক্ষে জরুরী। এর সংকেত C15H20O4।