আইজাক ব্যারো
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আইজাক ব্যারো (ইংরেজি Isaac Barrow) (১৬৩০-১৬৭৭) ইংরেজ গণিতবিদ যিনি স্পর্শক নির্ণয়ের একটি পদ্ধতি আবিষ্কার করেন ও ১৬৭০ সালে তা প্রকাশ করেন। তাঁর এই পদ্ধতি বর্তমান অন্তরকলনবিদ্যায় ব্যবহৃত হয়। তিনিই সম্ভবত প্রথম ব্যাক্তি যিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে, স্পর্শক নির্ণয় করা এবং বক্ররেখার নিচের ক্ষেত্রফল নির্ণয় করা- এই দুইটি বিপরীত প্রক্রিয়া। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রধান পদ থেকে অবসর গ্রহণের পর তার পরামর্শে নিউটন ঐ পদে আসীন হন।