আইসল্যান্ডের সামরিক বাহিনী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আইসল্যান্ড একটি শান্তিকামী দেশ এবং ১৮৫৯ হতে এর নিজস্ব কোনো সামরিক বাহিনী নাই। অবশ্য এদেশের সংবিধানে ১৮৭৪ সাল হতে ১৯৯৫ সাল পর্যন্ত সামরিক বাহিনী গঠনের বিধান ছিল, বর্তমানে যা রদ করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাথে আইসল্যান্ডের সম্পর্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর সময় হতেই বিদ্যমান। ১৯৪৯ সালে আইসল্যান্ড ন্যাটো জোটের সদস্য হয়, তবে শর্ত ছিল যে, আইসল্যান্ড কখনোই নিজে সামরিক বাহিনী গঠন করবে না। সামরিক জোটসমূহে আইসল্যান্ডের ভূমিকা হলো সেদেশে বিভিন্ন দেশের সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেয়া। যেমন, কেফ্লাভিকে ন্যাটো জোটের বিমানঘাঁটি রয়েছে, যা মূলত মার্কিন বিমানবাহিনী পরিচালনা করে থাকে। এছাড়া এখানে ডেনমার্ক ও নরওয়ের ও সামরিক বাহিনীর উপস্থিত আছে। আইসল্যান্ডে ডুবোজাহাজের প্রশিক্ষণও সম্পন্ন হতো, তবে বর্তমানে এটি স্থগিত আছে।
[সম্পাদনা] আরও দেখুন
ইউরোপের সামরিক বাহিনী (Europe) - সম্পাদনা |
---|
অস্ট্রিয়া (Austria) • আইসল্যান্ড (Iceland) • আয়ারল্যান্ড (Ireland) • আর্মেনিয়া (Armenia) • আলবেনিয়া (Albania) • ইউক্রেন (Ukraine) • ইতালি (Italy) • অ্যান্ডোরা (Andorra) • এস্তোনিয়া (Estonia) • ক্রোয়েশিয়া (Croatia) • গ্রীস (Greece) • চেক প্রজাতন্ত্র (Czech Republic) • জর্জিয়া (Georgia) • জার্মানি (Germany) • ডেনমার্ক (Denmark) • তুরস্ক (Turkey) • নরওয়ে (Norway) • নেদারল্যান্ড্স (The Netherlands) • পর্তুগাল (Portugal) • পোল্যান্ড (Poland) • ফ্রান্স (France) • ফিনল্যান্ড (Finland) • বুলগেরিয়া (Bulgaria) • বসনিয়া ও হার্জেগোভিনা (Bosnia and Herzegovina) • বেলজিয়াম (Belgium) • বেলারুশ (Belarus) • ভ্যাটিকান সিটি (Vatican City) • মন্টিনেগ্রো (Montenegro) • মাল্টা (Malta) • মলদোভা (Moldova) • মেসিডোনিয়া (Macedonia) • মোনাকো (Monaco) • যুক্তরাজ্য (United Kingdom) • রাশিয়া (Russia) • রোমানিয়া (Romania) • লুক্সেমবার্গ (Luxemburg) • লাটভিয়া (Latvia) • লিশটেনস্টাইন (Liechtenstein) • লিথুয়ানিয়া (Lithuania) • সুইজারল্যান্ড (Switzerland) • সুইডেন (Sweden) • স্পেন (Spain) • স্লোভাকিয়া (Slovakia) • স্লোভেনিয়া (Slovenia) • সান মেরিনো (San Marino) • সার্বিয়া (Serbia) • সিসিলি দ্বীপপুঞ্জ (Sicily Islands) • হাঙ্গেরী (Hungary) |