আকাশ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আকাশ (ইংরেজি Sky) হল ভূপৃষ্ঠ থেকে দেখতে পাওয়া বায়ুমণ্ডল বা মহাশূন্যের অংশবিশেষ। দিনের বেলায় সূর্যের আলোর বিক্ষেপণের ফলে আকাশ নীল দেখায়, আর একই কারণে সকাল ও সন্ধ্যায় এর রঙ হয় লাল। রাতের আকাশ কালো। আকাশ কোন নির্দিষ্ট বস্তু নির্দেশ কর না, কিন্তু বলা হয় আকাশে মেঘ, পাখি ইত্যাদি ঘুরে বেড়ায়।