আজিজুর রহমান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আজিজুর রহমান (১৮ই জানুয়ারি, ১৯১৭-১২ই সেপ্টেম্বর, ১৯৭৮) বাংলাদেশী কবি এবং গীতিকার। তিনি কুষ্টিয়া জেলার হরিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আজিজুর রহমান ১৯৭৯ সালে একুশে পদক লাভ করেছিলেন।
আজিজুর রহমান ঢাকা বেতারের নিজস্ব শিল্পী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৬৪ সাল থেকে ১৯৭০ পর্যন্ত দৈনিক পয়গামের সাহিত্য সম্পাদক ছিলেন। আজিজুর রহমানের রচিত গীতের সংখ্যা দুই হাজারেরও বেশী।
[সম্পাদনা] উল্লেখযোগ্য গ্রন্থ
- ডাইনোসরের রাজ্যে (১৯৬২)
- জীবজন্তুর কথা (১৯৬২)
- ছুটির দিনে (১৯৬৩)
- এই দেশ এই মাটি (১৯৭০)
- উপলক্ষের গান (১৯৭০)