আলাপ:আব্দুস সালাম (পদার্থবিজ্ঞানী)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পদার্থবিজ্ঞানী আর পদার্থবিদ এ দুটোর মধ্যে পার্থক্যটা কেউ দয়াকরে বলবেন কি?--বেলায়েত ১৭:১০, ২৭ আগস্ট ২০০৬ (UTC)
- কোন পার্থক্য নেই। পদার্থবিজ্ঞানের আগের নাম ছিল পদার্থবিদ্যা। পদার্থবিজ্ঞানীর আগের নাম ছিল পদার্থবিদ। physics যেহেতু বিজ্ঞানের একটি শাখা, তাই -"বিদ্যা"র বদলে -"বিজ্ঞান" suffixটা ব্যবহার করাই আমার মতে preferable. তেমনি, পদার্থবিদের পরিবর্তে পদার্থবিজ্ঞানী। --অর্ণব (আলাপ | অবদান) ১৭:৩৪, ২৭ আগস্ট ২০০৬ (UTC)
[সম্পাদনা] পার্থক্য নাই
ধন্যবাদ--Tanvir ১৭:৩৫, ২৭ আগস্ট ২০০৬ (UTC)
- তাহলে অনতিবিলম্বে সকল পদার্থবিদ এর বদলে পদার্থবিজ্ঞানী ব্যবহার করুন এবং সে সকল নিবন্ধে পদার্থবিদ আছে তা পরিবর্তন করুন। ধন্যবাদ।--বেলায়েত ১৭:৫৫, ২৭ আগস্ট ২০০৬ (UTC)
-
- আমি ভাই পদার্থবিজ্ঞানী ব্যবহার করছি, কিন্তু আপনি যদি দুইটাকেই রাখেন অর্থাৎ নাম থাকলো দুইটা কিন্তু এরা বিজ্ঞানীদের একটা অভিন্ন তালিকাকে নির্দেশ করবে, এটাই সবচেয়ে ভালো হয়। আমি কিছু জরুরী নিবন্ধ নিয়ে ব্যাস্ত আছি, তাই অনতিবিলম্বে কিছু করতে আপনাকেই পদক্ষেপ নিতে হবে, নতুবা বিলম্ব কিছুটা হবেই। আর পরিবর্তন করতে তো এখন আর আপনার কোন সমস্যা থাকার কথা না, কারন কোনটা ব্যবহার করা ভালো সে ব্যাপারের দ্বন্দ্ব তো দূর হয়ে গেছে। ধন্যবাদ--Tanvir ১৮:২১, ২৭ আগস্ট ২০০৬ (UTC)
-
-
- এটা আসলে কাউকে নির্দিষ্ট করে বলা হয়নি। যাদের বাংলাউইকির প্রতি ভালবাসা আছে তারা তাদের নিজেদের দ্বায়িত্ববোধ থেকে এবং সময় সুযোগ মতন করে নেবেন। আর বিলম্ব শব্দটি আসলে উইকিপেডিয়ার মূল উদ্দেশ্য ও কোন্সেপ্টের সাথে জড়িয়ে আছে। কারণ এখানে সবই আমরা যতটুকু পারছি ভবিষ্যতের জন্য করছি এবং রেখে দিচ্ছি। আসলে এখানে কারও জন্য কেউ বসে নেই।--বেলায়েত ১৮:৩৭, ২৭ আগস্ট ২০০৬ (UTC)
-
-
-
-
- খাঁটি কথা... --Tanvir ১৮:৫৭, ২৭ আগস্ট ২০০৬ (UTC)
-
-