আমড়া
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এক প্রকার ফল, মাঝারি আকারের পর্ণমোচী বৃক্ষে ফলে।
বৈজ্ঞানিক নাম: Spondias pinnaata Kurz. (বা Spondias mombin) পরিবার: Anacardiaceae ইংরেজি নাম:Hog Plum
বৃক্ষগুলি ২০-৩০ ফুট উচু হয়, প্রতিটি যৌগিক পাতায় ৮-৯ জোড়া পত্রক থাকে পত্রদন্ড ৮-১২ ইঞ্চি লম্বা এবং পত্রকগুলো ২-৪ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। কাঁচা ফল টক বা টক মিষ্টি হয়, তবে পাকলে আরো বেশি টকে যায়। আগস্ট মাসে বাজারে আসে থাকে অক্টোবর পর্যন্ত। ফলের বীজ কাঁটা যুক্ত। ৫-৭ বছরেই গাছ ফল দেয়।
[সম্পাদনা] ঔষধি গুণ
আমড়া কষ ও অম্ল স্বাদযুক্ত ফল।
- ফল ভিটামিন সি যুক্ত, স্কার্ভি রোগ প্রতিষোধে কার্যকরি।
- দাঁত ও হাঁড়ের পুষ্টিসাধন করে, রক্তের বিশুদ্ধতা বজায় রাখে। [এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তথ্যসূত্র প্রয়োজন]
- এর ছাল উত্তাপনাশক, রক্ত আমাশয়ে উপকারী। পানির সাথে বেটে খেলে শিরাগত ও মাংসগত বাতের উপশম হয়। [এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তথ্যসূত্র প্রয়োজন]
- পাতার রস কানের বেদনায় উপকারী।[এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তথ্যসূত্র প্রয়োজন]