আলবের্তো জিলার্দিনো
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চিত্র:Gilardino.jpg | ||
ব্যক্তিগত তথ্য | ||
---|---|---|
জন্মতারিখ | ৫ই জুলাই ১৯৮২ | |
জন্মস্থান | Biella, ইটালি | |
উচ্চতা | ৬ ফুট ১/২ ইঞ্চি (১৮৪ সে মি) | |
ডাকনাম | "ইল গিলা" | |
অবস্থান | স্ট্রাইকার | |
ক্লাব তথ্য | ||
বর্তমান ক্লাব | এ সি মিলান | |
যুব ক্লাব | ||
১৯৯৯ | Piacenza | |
পেশাদারী ক্লাব* | ||
বছর | ক্লাব | উপস্থিতি (গোলসংখ্যা) |
১৯৯৯-২০০১ ২০০১-২০০২ ২০০২-২০০২ ২০০৫- |
Piacenza Hellas Verona Parma AC Milan |
১৭ (৩) ৩৯ (৫) ৯৬ (৫০) ৩২ (১৭) |
জাতীয় দল | ||
২০০৪- | ইটালী | ২০ (৮) |
* পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা |
আলবের্তো জিলার্দিনো (জন্মজুলাই ৫, ১৯৮২) একজন ইটালীয় ফুটবলার। তিনি এ সি মিলান ও ইটালি জাতীয় দলের একজন স্ট্রাইকার। তিনি ২০০৬ ফিফা বিশ্বকাপে ইটালীয় দলের সদস্য ছিলেন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন।