আলমগীর (অভিনেতা)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলমগীর বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্রাভিনেতা। তাকে মহানায়ক আলমগীর হিসেবেও অভিহিত করা হয়। গায়িকা আঁখি আলমগীর তার কন্যা। আলমগীরের প্রথম স্ত্রী ছিলেন গীতিকার খোশনুর আলমগীর। তাঁর সাথে বিবাহ বিচ্ছেদের পর আলমগীর গায়িকা রুনা লায়লাকে বিয়ে করেন।