আলাউদ্দীন খান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আচার্য আলাউদ্দিন খান সাহেব ( জন্ম: ১৮৬২ - মৃত্যু: ১৯৭২)
একজন অমর বাঙ্গালী সঙ্গীতজ্ঞ ছিলেন একনামে যাঁকে বর্ণনা করা যায় না। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তাঁর প্রজ্ঞা তাঁকে ওস্তাদ হতে আচার্য পর্যায়ে নিয়ে গেছে। বাবা আলাউদ্দিন খান নামেও তিনি পরাচিত ছিলেন। মূলত সরোদই তাঁর শাস্ত্রীয় সঙ্গীতের বাহন হলেও সাক্সোফোন, বেহালা, ট্রাম্পেট সহ আরো অনেক বাদ্যযন্ত্রে তাঁর যোগ্যতা ছিল অপরিসীম। বিংশ শতাব্দীর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে একজন অবিস্মরণীয় গুরু হিসেবে তিনি স্বীকৃত ছিলেন। তাঁর সন্তান ওস্তাদ আলী আকবর খান ও অন্নপূর্ণা দেবী নিজস্ব ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত। আচার্যের বিখ্যাত শিষ্যরা হলেন পন্ডিত রবি শংকর, পন্ডিত নিখিল ব্যানার্জী, বসন্ত রায়, পান্নালাল ঘোষ সহ আরো অনেকে। আচার্য আলাউদ্দিন খান সাহেব নিজেও অনেক বিখ্যাত গুরু হতে দীক্ষা নিয়েছেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন কিংবদন্তীতুল্য ওস্তাদ ওয়াজির খান।