ব্যবহারকারী আলাপ:ইশতিয়াক জিকো
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
[সম্পাদনা] স্বাগতম
প্রিয় ইশতিয়াক জিকো, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনি উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে সহায়তা করবেন। কোনো প্রশ্ন থাকলে আমার আলাপের পৃষ্ঠায় বার্তা রাখুন। ধন্যবাদ।
[সম্পাদনা] ছবি
জিকো, আপনার ফ্লিকর এর ছবি গুলো দেখলাম। উইকিপিডিয়াতে বাংলাদেশ সংক্রান্ত ছবির খুউব-ই অভাব। আপনার কিছু ছবি কি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে উইকিপিডিয়াতে ব্যবহার করা যাবে? যেমন, তারা মসজিদের ছবিটা অসাধারণ,আর চা বাগানের গুলোও। এগুলো ব্যবহার করতে পারলে আমাদের নিবন্ধ (ইংরেজী ও বাংলা দুই উইকিপিডিয়াতেই) এর মান অনেক বাড়বে। ক্রিয়েটিভ কমন্সের ছবিতে আপনার কপিরাইট পুরাপুরি বজায় থাকবে, আর কেউ ব্যবহার করতে গেলে আপনার নাম অবশ্যই উল্লেখ করতে হবে, এরকম শর্ত দেয়া যাবে। ধন্যবাদ। --Ragib ০৮:০০, ৪ মে ২০০৬ (UTC)
ক্রিয়েটিভ কমন্স-এর আওতাধীনে আমার তোলা ফটোগুলো ব্যবহার করা যাবে। কপিরাইটের সমর্থক নই, কপিলেফট বজায় থাকলেই হলো। অনুমতি নেয়ার জন্য ধন্যবাদ। --জিকো ১২:৪২, ৪ মে ২০০৬ (UTC)