কঠিন অবস্থা পদার্থবিজ্ঞান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কঠিন অবস্থা পদার্থবিজ্ঞান (Solid-state physics) নামক ঘনীভূত পদার্থের পদার্থবিজ্ঞান-এর বৃহত্তম শাখায় কঠিন পদার্থ নিয়ে আলোচনা করা হয়। সাধারণত এ গবেষণার মূল বিষয় বিভিন্ন কেলাসিত পদার্থ, কেননা কেলাসিত পদার্থে পরমাণুসমূহ নিয়মিত পর্যাবৃত্ত আকারে সাজানো থাকে এবং এর ফলে এদের গাণিতিক মডেল তৈরি করা সহজ হয়। তাছাড়া কেলাসিত পদার্থসমূহেরবৈদ্যুতিক, চৌম্বক, আলোকীয় ও যান্ত্রিক ধর্মাবলি প্রকৌশলের নানা উদ্দেশ্যে ব্যবহার করা যায়।