কনি হক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কনি হক (Konnie Huq) বাংলাদেশী বংশোদ্ভূত একজন ব্রিটিশ টিভি উপস্থাপিকা। তিনি বিবিসি টেলিভিশনের বাচ্চাদের অনুষ্ঠান ব্লু পিটার-এ (Blue Peter) নিয়মিত উপস্থাপনা করে থাকেন। ব্লু পিটার সিবিবিসিয়ে চলে।
তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং অর্থনীতিতে ফার্স্ট ক্লাস ডিগ্রী অর্জন করেন।