কান চলচ্চিত্র উৎসব
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কান চলচ্চিত্র উৎসব (ফরাসি: le Festival international du film de Cannes বা le Festival de Cannes) ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত একটি চলচ্চিত্র উৎসব। এটিকে টরন্টো চলচ্চিত্র উৎসব, বার্লিন চলচ্চিত্র উৎসব ও ভেনিস চলচ্চিত্র উৎসব-এর সাথে সাথে একটি মর্যাদাপূর্ণ উৎসব হিসেবে গণ্য করা হয়।