কার্জন হল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কার্জন হল বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত একটি ভবন, যা পুরাকীর্তি হিসেবে স্বীকৃত। এটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীব বিজ্ঞান অণুষদের কিছু শ্রেনীকক্ষ ও পরিক্ষার হল হিসেবে ব্যবহৃত হচ্ছে।
[সম্পাদনা] ইতিহাস
ফেব্রুয়ারি ১৯, ১৯০৪ সালে ভারতের তৎকালীন ভাইসরয় ও গভর্ণর জেনারেল - জর্জ কার্জন এর ভিত্তি-প্রস্তর স্থাপন করেন।