কালপুরুষ মণ্ডল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কালপুরুষ মণ্ডল | |
---|---|
![]() বড় করে দেখার জন্য এখানে ক্লিক করুন |
|
সংক্ষিপ্ত রুপ: | Ori |
জেনিটিভ: | Orionis |
প্রতীকী তাৎপর্য: | কালপুরুষ |
বিষুবাংশ: | *অবম: ৪\textdegree ৩৭'
|
বিষুবলম্ব: | *অবম: -১১\textdegree
|
ক্ষেত্রফল: | ৫৯৪ বর্গ ডিগ্রী (২৬তম) |
প্রধান তারাসমূহ: | |
বেয়ার/ফ্ল্যামস্টিডের তারাসমূহ: | |
জানা গ্রহবিশিষ্ট তারাসমূহ: | |
উজ্জ্বল তারাসমূহ: | |
নিকটতম তারাসমূহ: | |
উজ্জ্বলতম তারা: | (.১২এম) |
নিকটতম তারা: | ( আ.ব) |
মেসিয়ার বস্তুসমূহ: | |
উল্কা বৃষ্টিসমূহs: | *অরিয়নিড্স
|
সীমান্তবর্তী তারামণ্ডলসমূহ: | *মিথুন
|
+৮৫° এবং −৭৫° সীমারেখার মধ্যে দেখা যায় যে সময়ে সবচেয়ে স্পষ্ট দেখা যায়: ২১:০০ (বিকাল ৯:০০) যে মাসে দেখা যায়: জানুয়ারি |
|
কালপুরুষ আকাশের সবচেয়ে পরিচিত তারামন্ডল হিসেবে গণ্য হতে পারে। এই মন্ডলটি খুব সহজেই চিহ্নিত করা যায়। শিকারী নামে সুপরিচিত এই মন্ডলের উল্লেখযোগ্য তারাগুলো মহাকাশের বিষুবীয় অঞ্চলে অবস্থান করায় পৃথিবীর সব অঞ্চল থেকে একে দেখা যায়। উত্তর গোলার্ধে শরতের শেষ সময় হতে বসন্তের প্রাথমিক সময় পর্যন্ত কালপুরুষ মন্ডলটি দেখা যায়।
সূচিপত্র |
[সম্পাদনা] বিশেষ দিকসমূহ
কালপুরুষ মন্ডলে প্রচুর উজ্জ্বল তারা এবং গভীর আকাশের বস্তু রয়েছে। এখানে উল্লেখযোগ্য তারাসমূহের নাম উল্লেখিত হল:
- ল্যাম্বডা অরিয়নিস (Meisa) হল কালপুরুষের মাথা। অবশ্য আর্দ্রার উত্তরে বেশ কয়েকটি তারা দেখা যায় যার সবকটিই মাথা গঠন করে। বাংলায় এদের একত্রে মৃগশিরা বলা হয়।
- জেটা অরিয়নিস (Alnitak - ঊষা), এপসাইলন অরিয়নিস (Alnilam - অনিরুদ্ধ) এবং ডেল্টা অরিয়নিস (Mintaka - চিত্রলেখ) নামক তারা তিনটি পূর্ব আকাশে লুব্ধকের সামান্য উত্তর-পশ্চিমে থাকে এবং এই যুক্ততারাটি (Asterism) কালপুরুষের কোমরবন্ধ গঠন করে। এই তারাসমষ্টিটি এক সরলরেখায় উত্তর-পশ্চিম থেকে পূর্ব-দক্ষিণ দিকে মুখ করে অবস্থান করে। সর্ব উত্তরে চিত্রলেখ এবং সর্বদক্ষিণে ঊষা অবস্থান করে।
- আলফা অরিয়নিস (আর্দ্রা) তারাটি এর ডান কাঁধে অবস্থিত। এটি লাল বর্ণের তারা যার ব্যস শুক্র গ্রহের চেয়ে বেশি। কোমরবন্ধের তারাসমষ্টিটির উত্তরে দুইটি তারা আছে এবং এদুটির মধ্যে পূর্বদিকের তারাটিই হল আর্দ্রা। এটি কালপুরুষ মন্ডলের প্রথম তারা হলেও বাণরাজা (Regel) অপেক্ষা মৃদু।
- গামা অরিয়নিস (Bellatrix - কার্তিকেয়) তারাটি এর বাম কাঁধে অবস্থিত। আর্দ্রার পশ্চিম দিকে তাকালে অতি সহজেই তারাটি চোখে পড়ে। এর অপর নাম হচ্ছে নারী যোদ্ধা বা Warrior woman।
- কার্তিকেয়'র পশ্চিমে ছোট ছোট কয়েকটি তারা ধনুকের আকৃতি ধারণ করে আছে দেখা যায়। এগুলো কালপুরুষের হাতের দন্ডের আকার দেয়।
- কাপ্পা অরিয়নিস (Saiph - কার্তবীর্য) ডান পায়ের হাটুর তারা। কোমরবন্ধের নিচে পূর্বদিকে এর অবস্থান।
- বিটা অরিয়নিস (Rigel - বাণরাজা) বাঁ পায়ের তারা যা কোমরবন্ধের দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত। এটি একটি অতিদানব নীলাভ-সাদা তারা। আকাশের উজ্জ্বলতম তারাগুলোর অন্যতম।
- আইওটা অরিয়নিস (Hatsya) তারাটি কালপুরুষের তরবারির ডগায় অবস্থিত।
- ইটা অরিয়নিস তারাটি ডেল্টা অরিয়নিস এবং বাণরাজা তারাদ্বয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত।
[সম্পাদনা] ইতিহাস
কালপুরুষ মণ্ডলের বর্তমান আকৃতি আজ থেকে প্রায় ১৫ লক্ষ বছর পূর্বে গঠিত হয়েছিলো। পৃথিবীর সাপেক্ষে এর তারাগুলোর আপেক্ষিক গতি কম হওয়ার কারণে আজ থেকে আরও ১০/২০ লক্ষ বছর পর্যন্ত কালপুরুষ মণ্ডলকে রাতের আকাশে দেখা যাবে। অর্থাৎ এটিই দৃশ্যমান মণ্ডলগুলোর মধ্যে সবচেয়ে বেশী সময় পর্যবেক্ষণযোগ্য থাকবে। আরও একটি সুবিধা হল এই মণ্ডলের আবির্ভাব মানব সভ্যতার সমসাময়িক কালে হয়েছে। (স্কাইচার্ট ৩ থেকে প্রাপ্ত ফলাফল অনুসারে)
সুমেরীয়রা কালপুরুষ মণ্ডলকে একটি জাহাজ হিসেবে কল্পনা করত। প্রাচীন চীনে এটি ছিল রাশিচক্রের ২৮ টি রাশির একটি যার প্রতীক ছিল Xiu (宿)। এই রাশিটি সেখানে শেন নামে পরিচিত ছিল যার অর্থ তিন। কালপুরুষের কোমরবন্ধের তিনটি তারা দেখেই তারা এই নামকরণ করেছিল।
প্রাচীন মিশরে এই মণ্ডলের তারাগুলো মৃত্যু এবং পাতালপুরীর দেবী অসিরিসের সাথে সম্পর্কিত ছিল। বলা হয়ে থাকে যে গিজা পিরামিড কমপ্লেক্স এই কালপুরুষের কোমরবন্ধের তিনটি তারার খ-মানচিত্র অনুসারে তৈরি করা হয়েছে। এই কমপ্লেক্সের মধ্যে রয়েছে গিজার গ্রেট পিরামিড, খফ্রুর পিরামিড এবং মেঙ্কাউ-রার পিরামিড।
কালপুরুষের কোমরবন্ধ এবং তরবারি নিয়ে প্রাচীন এবং আধুনিক অনেক সাহিত্য রচিত হয়েছে। বর্তমানকালেও যুক্তরাষ্ট্রের ২৭ পদাতিক ডিভিশনের কর্মকর্তা ও সৈন্যদের কাঁধের প্রতীক হিসেবে কালপুরুষের কোমরবন্ধ এবং তরবারি ব্যবহৃত হয়। এর একটি কারণ হতে পারে এই ডিভিশনের প্রথম সেনাপতি ছিলেন জন এফ অরিয়ান।
[সম্পাদনা] তারাসমূহ
[সম্পাদনা] সুস্পষ্ট নামবিশিষ্ট তারাসমূহ
- আলফা অরিয়নিস বা আর্দ্রা - Betelgeuse/Betelgeuze/Beteiguex অথবা আরবী নাম আল মানকিব
< يد الجوزاء (ইয়াদ আল জাওযা)-এর বিকৃত উচ্চারণ। এর অর্থ কেন্দ্রীয় জনের হাত।
< منكب এর অর্থ কাঁধ।
- বিটা অরিয়নিস বা বাণরাজা - Rigel অথবা Algebar/Elgebar
< رِجل الجبار (রিজ্ল আল-জাব্বার) যার অর্থ শক্তিমানের পা।
- গামা অরিয়নিস বা কার্তিকেয় - Bellatrix
< bellātrix এর অর্থ নারী যোদ্ধা।
[সম্পাদনা] পুরাণ
এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: কালপুরুষ (পুরাণ) একটি পৌরাণিক কাহিনীতে পাওয়া যায় শিকারের দেবী আরটামিস এবং চাঁদ কালপুরুষের প্রেমে পড়ে আকাশকে আলোকিত করা বন্ধ করে দেয়।
আধুনিক ৮৮ টি তারামণ্ডল |
---|
ধ্রুবমাতা • বায়ুযন্ত্র • ধূম্রাট • কুম্ভ • ঈগল • বেদী • মেষ • অরিগা • ভূতেশ • সে-লাম • চিত্রক্রমেল • কর্কট • সারমেয় • মৃগব্যাধ • শূনী • মকর • ক্যারিনা • কাশ্যপেয় • মহিষাসুর • শেফালী • তিমি • কৃকলাস • বৃত্ত • কপোত • কোমা বারেনিসিস • দক্ষিণ কীরিট • উত্তর কীরিট • করতল • কাংস্য • ত্রিশঙ্কু • বক • শ্রবিষ্ঠা • সুবর্ণাশ্রম • তক্ষক • অশ্বতর • যামী • যজ্ঞকুণ্ড • মিথুন • সারস • হারকিউলিস • ঘটিকা • হ্রদসর্প • হ্রদ • সিন্ধু • গোধা • সিংহ • লঘু সিংহ • শশক • তুলা • শার্দূল • বনমার্জার • বীণা • মেনসা • অনুবীক্ষণ • একশৃঙ্গী • মক্ষিকা • মানদন্ড • অষ্টাংশ • সর্পধারী • কালপুরুষ • ময়ুর • পক্ষীরাজ • পরশু • সম্পাতি • চিত্রপট • মীন • দক্ষীণ মীন • পাপিস • পিক্সিস • আড়ক • বাণ • ধনু • বৃশ্চিক • ভাস্কর • স্কুটাম • সর্প • ষষ্ঠাংশ • বৃষ • দূরবীক্ষণ • ত্রিকোণ • দক্ষিণ ত্রিকোণ • টুকানা • সপ্তর্ষি • লঘু সপ্তর্ষি • ভেলা • কন্যা • পতত্রীমীন • শৃগাল |
টলেমি কর্তৃক তালিকাকৃত ৪৮টি তারামণ্ডল |
---|
ধ্রুবমাতা • রাশি • ঈগল • বেদী • অর্ণবযান • মেষ • প্রজাপতি • ভূতেশ • কর্কট • বৃহৎ কুকুর • ক্ষুদ্র কুকুর • মকর • কাশ্যপেয় • মহিষাসুর • শেফালী • তিমি • দক্ষিণ কীরিট • উত্তর কীরিট • করতল • খাদ • বক • শ্রবিষ্ঠা • তক্ষক • অশ্বযুগল • যামী • মিথুন • হারকিউলিস • হ্রদসর্প • সিংহ • শশক • তুলা • শার্দূল • বীণা • সর্পধারী • কালপুরুষ • পক্ষীরাজ • পরশু • মীন • দক্ষীণ মীন • বাণ • ধনু • বৃশ্চিক • সর্প • বৃষ • ত্রিকোণ • সপ্তর্ষি • লঘু সপ্তর্ষি • কন্যা |