কাহারবা তাল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সঙ্গতে বহু ব্যবহৃত তাল। কার্ফা, কাহারবা, কাহেরবা নানা নামে পরিচিত। উচ্চাঙ্গ সঙ্গীতে ৪-৪ ছন্দের জন্যে ত্রিতাল ব্যবহার বেশী হলেও লঘু সঙ্গীতের ক্ষেত্রে ৪-৪ ছন্দের জন্যে কাহারবাই সর্বাধিক ব্যবহৃত।
কাহেরবার আট মাত্রা। চতুর্মাত্রিক (৪-৪) ছন্দ। একটি তালি ও একটি খালি। কাহেরবার বোল:
+ধাˈ গেˈ তেˈ টেˈ
0নাˈ কˈ ধিˈ নাˈ
(+= তালি, ০=খালি, ˈ = ১ মাত্রা)