কিলোগ্রাম
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কিলোগ্রাম এস্আই একক পদ্ধতিতে ভরের একক। এক কিলোগ্রাম ১০০০ গ্রাম এর সমান। ফ্রান্সের প্যারিসে রক্ষিত প্ল্যাটিনাম-ইরিডিয়ামের সংকর ধাতুর একটি সিলিন্ডারকে কিলোগ্রামের প্রমাণ নমুনা হিসাবে ধরা হয়, এবং এর সাপেক্ষেই কিলোগ্রামকে সংজ্ঞায়িত করা হয়।