কেন্নো
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এই সন্ধিপদের ইংরাজী নাম millipede অর্থাত্ সহস্রপদ যদিও ৭৫০-র বেশী এখনো মেলেনি। প্রবাদ আছে কেন্নো কর্ণকুহরে (কানের গর্তে) ঢুকে যায় তাই নাম কেন্নো (?কানকুয়া) বা ইংরাজী Ear wig।
কেন্নো (millpede) এবং বিছের তফাৎ: বিছের শরীর উপরনীচে চ্যাপ্টা, কেন্নোর গোল। কেন্নোদের ছুঁলে এরা কুণ্ডলী পাকিয়ে ফেলে। দ্রতগামী বিছের প্রতিটি দেহভাগে একজোড়া বিষাক্ত পা আছে। কেন্নোর প্রথম কয়কটি ছাড়া প্রতিটি দেহভাগে দুইজোড়া পা আছে; কেন্নোর বিষ নেই ও গতি মন্থর।