কোয়ামে নক্রুমা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোয়ামে নক্রুমা(সেপ্টেম্বর ২৯, ১৯০৯ - এপ্রিল ২৭, ১৯৭২) ঘানার জাতীয়তাবাদী নেতা, প্রথম প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট, উপনিবেশবাদ ও নব্য উপনিবেশবাদের কট্টর বিরোধী ব্যক্তিত্ব। প্যান-আফ্রিকান ঐক্যের নেতৃস্থানীয় প্রবক্তা হিসেবেও তাঁর ভূমিকা সুবিদিত।
সূচিপত্র |
[সম্পাদনা] জন্ম
১৯০৯ সালের ২৯শে সেপ্টেম্বর, বর্তমান ঘানার পশ্চিমাঞ্চলীয় প্রদেশে।
[সম্পাদনা] শিক্ষাজীবন
কোয়ামে নক্রুমা মার্কিন যুক্তরাষ্ট্র ও লন্ডনে উচ্চতর শিক্ষাগ্রহনের সময় ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন।
[সম্পাদনা] রাজনৈতিক জীবন
১৯৪৫ সালে তিনি পঞ্চম প্যান-আফ্রিকান সম্মেলনের যুগ্ম-সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৪৭ সালে ইউনাইটেড গোল্ড কোস্ট কনভেশন-এর সেক্রেটারী হন। ১৯৪৯ সালে গড়ে তুলেন কনভেশন পিপলস পার্টি নামে একটি রাজনৈতিক দল। ১৯৫২ সালে তিনি দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৫৬ সালে তাঁর রাজনৈতিক দল নির্বাচনে বিজয়ী হলে গোল্ড কোস্ট স্বাধীনতা লাভ করে এবং দেশটির নাম পরিবর্তন করে রাখা হয় ঘানা। ১৯৬০ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধান মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন, এবং একই বছরে তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। একদলীয় শাসনব্যবস্থা কায়েম ও ভিন্ন মতাবলম্বীদের কঠোর হাতে দমন করার কারণে তাঁর বিরুদ্ধে অসন্তোষ মাথা চাড়া দিয়ে উঠে। ১৯৬৬ সালে ঘানার শাসন ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এই সময় তিনি দেশের বাহিরে ছিলেন।
[সম্পাদনা] মৃত্যু
১৯৭২ সালের ২৭ শে এপ্রিল, রোমানিয়ায়।