ক্রসউইন্ডস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্রসউইন্ডস(KrossWindZ) কলকাতার একটি বাংলা ব্যান্ড। তারা ভারত ও বিশ্বের অনেক দেশে গান করেছে। তারা পল্লী সঙ্গীত কে নাগরিক সঙ্গীতে পরিনত করে একে জনপ্রিয় করার চেষ্টা করে যাচ্ছে।
সূচিপত্র |
[সম্পাদনা] সঙ্গীতের ধরন
এই দল্টি মুলত প্রগতিশীল ফিউশন নির্ভর। এরা বিস্বসঙ্গীত, লোকসঙ্গীত করে থাকে। বর্তমানে বান্ডটি আত্মিক ও কথা নির্ভর গানের দিকে বেশি ঝুকেছে।
[সম্পাদনা] সঙ্গীতের প্রেরণা
প্যাট মেথেনি, পন্ডিত ভীমসেন যোশী, জনি মিচেল, বাসুদেব বাউল, গুলাম আলি, এরিক জনসন, স্টিং, ব্রায়ান এনো
[সম্পাদনা] ইতিহাস
১৯৯০ সালে ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয় এবং বিভিন্ন কলেজের অনুষ্ঠানে গাইতে শুরু করে। এখন পর্যন্ত তারা ভারতের সব জায়গায় ভ্রমণ করে বিভিন্ন কলেজ অনুষ্ঠান ও স্টেডিয়াম কনসার্টে অংশগ্রহণ করেছে। এই দলটি বিভিন্ন আন্তর্জাতিক ব্যান্ডদল Herbie Hanock(USA), Sky High(SWEDEN), Tizian Jost(Germany), পন্ডিত রমেশ মিশ্র(ভারতীয় সারঙ্গী বাদক), The Jazz Ambassadors(USA) এর সাথে কাজ করেছে। বিভিন্ন তথ্যচিত্র ও বিজ্ঞাপণচিত্রে ব্যান্ডটি অংশ নিয়েছে।
[সম্পাদনা] সদস্য
- বিক্রমজিৎ(টুকিi) - লিড গিটার, ভোকাল, গানের কথা, প্রযোজক
- চন্দ্রনি - লিড ভোকাল
- রতনজিৎ - কি বোর্ড, একুস্টিক গিটার, ম্যান্ডোলিন, ভারতীয় লোকজ যন্ত্র
[সম্পাদনা] অ্যালবাম তালিকা
- ধোঁয়া (২০০৬)
- ঝিকো ঝিকো (২০০৪)
- Music of the Globe (2003)
- ভেবে দেখেছো কি? (২০০২)
- One World (2002)
- খ্যাপার গান (1999)
- পথ গেছে বেঁকে (১৯৯৬)
- আবার বছর কুড়ি পরে (১৯৯৫)
- Singles (1994)
[সম্পাদনা] দেখুন
ভূমিTemplate:Band-stub